আগামী ২২ ফেব্রুয়ারি খুলে দেয়া হবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী জানান, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি আছে, তাই ২২ তারিখ থেকে সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দেয় কারিগরি কমিটি। মন্ত্রী জানান, ১২ বছর বয়সের উপরে যাদের দুই ডোজ করোনার টিকা দেয়া আছে, তারা সরাসরি ক্লাসে অংশ নিতে পারবেন। বাকীরা অনলাইনে ক্লাস করবেন।
ডা. দীপু মনি আরও বলেন, ২২ তারিখ আসতে হাতে আরও কয়েকদিন সময় আছে। প্রথম ডোজ নেয়া বেশিরভাগ শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজ এরই মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও ১০ দিনের মত অপেক্ষা করা হতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে করোনা সংক্রমণের হার আরও কমে গেলে প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।
No comments